কাপ্তাইয়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই এর চিৎমরম ব্যাঙছড়ি এলাকায় অাজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় স্থানীয় একটি বাড়ির কৃষ্ণচুঁড়া গাছ মাটি থেকে উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সাময়িক সময়ের জন্য দূর্ভোগে পড়ে এই সড়কে চলাচলকারী যাত্রীরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বন বিভাগের ব্যাঙছড়ি বিটের নেতৃত্বে ১ঘন্টার মধ্যে পুনরায় অাবার সড়ক যোগাযোগ সচল করতে সক্ষম হয় সড়কটি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন, কাপ্তাই উপজেলা অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,ব্যাঙছড়ি বিট কর্মকর্তা নজরুল ইসলাম সহ অারও অনেকে।

আরও পড়ুন