কাপ্তাইয়ে গ্যাস লাইন লিকেজ : দূর্ঘটনার আশঙ্কা

রাঙামাটির কাপ্তাই-চট্রগ্রাম সড়কের কাপ্তাই শিলছড়ি জাতীয় উদ্যান এলাকায় ব্রিজের কাজ করতে গিয়ে কাটা পড়ে কর্নফুলি গ্যাস ড্রিষ্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন গ্যাসের লাইনের লিকেজ ফেঁটে গিয়ে ঐ এলাকায় আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে, ফলে বড় ধরনের দূৃর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। আজ মঙ্গলবার(১২ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। কাপ্তাই-চট্রগ্রাম সড়কে চলাচলকারী যানবাহন গুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি প্রশাসনের পক্ষ হতে সড়কের উভয় পাশে লাল কাপড় বেঁধে দেন, যাতে সড়কে চলাচলকারী যানবাহন সর্তক অবস্হায় চলাচল করতে পারে।

NewsDetails_03

কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন জানান, তিনি এই ঘটনা জানার সাথে সাথে থানার উপ পরিদর্শক মিজানুর রহমান সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠান, যাতে বড় ধরনের দূর্ঘটনা হতে জানমাল রক্ষা পেতে পারে।

এদিকে কর্নফুলি গ্যাস ড্রিষ্ট্রিবিউশন কোম্পানির কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গ্যাস লাইন লিকেজ এর খবর পাওয়ার সাথে সাথে বিকেল ৪ টার দিকে তাদের একটি টিম কাপ্তাই এর উদ্যোশে রওনা করেন।

আরও পড়ুন