কাপ্তাইয়ে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম

purabi burmese market

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম আজ রবিবার রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন। এইসময় তিনি বাগানে বিটি-২ চা চারা রোপণ করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বাগানের চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

পরিদর্শন কালে অতিরিক্ত সচিব ও চা বোর্ডের সদস্য মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের সচিব রুহুল আমীন, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনীর আহমেদ, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, পরিচালক ফয়সাল আমীন কাদেরী, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া উপস্থিত ছিলেন।

এর আগে চা বোর্ডের চেয়ারম্যান ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা পরিদর্শন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।