ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর থেকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কয়লার ডিপু ভাগবত সংঘ, ইসকন নামহট্র এবং চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর ভাগবত সংঘের উদ্যোগে কেপিএম কয়লার ডিপু এলাকা হতে বের হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা। ভাগবত সংঘের সভাপতি উৎপল কান্তি ভট্রাচার্য্য জানান, এই বছর জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটা কেপিএম হরিমন্দির হতে কাপ্তাই উপজেলা সদরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা শেষে প্রশাসনিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সনাতনি সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া একই দিন কয়লার ডিপু হরি মন্দিরে অনুষ্ঠিত হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত গীতাপাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান।
এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়ের আয়োজনে ২ সেপ্টেম্বর হতে শুরু হবে ৪ দিনব্যাপী জন্মাষ্টমী বিভিন্ন অনুষ্ঠানমালা। কর্মসূচীর মধ্যে রয়েছে শুভ জন্মাষ্টমী পূজা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস,তারকব্রহ্ম নামযজ্ঞ, ঠাকুরের ভোগরাগ এবং কৃষ্ণ লীলা প্রর্দশন।
উৎসব কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ জানান, ইতিমধ্যে শুভ জন্মাষ্টমী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র সংঘের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।