কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৭) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা রেস্ট হাউস এবং উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসাথে অনুষ্ঠিত হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। এতে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।

NewsDetails_03

প্রতিযোগিতা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কমকর্তা আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা।

প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, সহকারী শিক্ষা কমকর্তা আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুননবী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোলাইমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটিটর ঝিমি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক শিবু শংকর বোস ও মিজানুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন সোহেল, কর্ণফুলি সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক মাসুদুল হক খান, ওয়াগ্গা হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ্ময় চাকমা ও বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে।

আরও পড়ুন