কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু

NewsDetails_01

কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের তত্বাবধানে দুইদিন ব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৮ আজ বৃহস্পতিবার থেকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সম্পাদক সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান নুর নাহার বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,তথ্য কর্মকর্তা মোঃহারুন,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনীন্দ্রলাল ত্রিপুরা।
আজ প্রথমদিন বৃহস্পতিবার অনু্ষ্ঠিত হয় হামদ,নাদ,কেরাত,কবিতা আবৃত্তি, তাৎক্ষনিক অভিনয়,গল্পবলা, উপস্থিত বির্তক এবং সংগীতের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা, শুক্রবার অনুষ্ঠিত হবে নৃত্য প্রতিযোগিতা।

আরও পড়ুন