বাল্যবিবাহ এখন সমাজ থেকে অনেকাংশে দূর হয়ে গেছে। যদি সকলে আরোও একটু সচেতন হয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রতিটি গ্রাম,পাড়ায় মানুষকে বোঝাতে পারে তাহলে সমাজ থেকে চিরতরে এর প্রভাব দূর করা সম্ভব। আজ বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেন্ডার ও বাল্যবিবাহ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভায় মসজিদের ইমাম, পুরোহিত, ভান্তে, শিক্ষক,অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সহকারী পরিচালক ডা: প্রবীর খিয়াং।