কাপ্তাইয়ে জেলা পরিষদের ত্রাণ পেলো ১৬ শ পরিবার

NewsDetails_01

করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

আজ শনিবার(১১ এপ্রিল) কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা জানান, ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ১৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ হাজার ৬০০ পরিবার এই সহায়তা পেয়েছে। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৩শ পরিবার, ২নং রাইখালী ইউনিয়নে ৩শ ৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩শ পরিবার, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩শ ৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৩শ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন