কাপ্তাইয়ে জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

NewsDetails_01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি জেলা শাখার আয়োজনে ক বিভাগে রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মোছাঃ রাজিয়া সুলতানা (সামিয়া)।

NewsDetails_03

এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় খ ও গ বিভাগে একই প্রতিষ্ঠানের ত্রিরত্ন তনচংগ্যা ও সৌহার্দ্য তনচংগ্যা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

সোমবার (২২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এইসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন