কাপ্তাইয়ে জেলেদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনে উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে জীবিকা নির্বাহ করা ৫০ জন জেলেদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বড়ইছড়ি ঘাট, শিলছড়ি ঘাট, বালুচর ঘাট সহ বিভিন্ন জায়গায় গিয়ে এদের হাতে শীতবস্ত্র ও শুকনা খাবার তুলে দেন।
এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।