রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি ও লকগেইট এলাকায় ঝুঁকিপূর্নভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রচারনা চালিয়েছেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মঈনুল হোসেন চৌধুরী।
শনিবার (২৪ জুলাই) বিকেল ৫ টায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফকে সাথে নিয়ে এই প্রচারনা চালান। এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রচারকালে এসি ল্যান্ড বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে শত শত পরিবার বসবাস করছে। প্রায়ই এই এলাকায় পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা ঘটে। তাই তাদেরকে স্থানীয় আশ্রয় কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করেছি।