কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে উদ্বোধকরন সংগীতানুষ্ঠানগ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উদ্বোধকরন সংগীতানুষ্ঠান আজ সোমবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া, তম্বপাড়া,শিলছড়ি এবং চন্দ্রঘোনা ইউনিয়নের সাদেকের ঘোনা পাড়ায় অনুষ্ঠিত হয়। কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম উপস্থিত ছিলেন। তথ্য অফিসের শিল্পি রফিক আশেকী, বসুদেব মল্লিক, মেঘ দেবনাথ এবং টুন্টু দাশ এই সংগীতানুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে গান পরিবেশন করেন।