কাপ্তাইয়ে তৃতীয় দিনেও মামলা-জরিমানা

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কঠোর লকডাউন এর তৃতীয় দিন উপজেলা সদর এবং কাপ্তাই নতুনবাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকার পরামর্শ দেন ইউএনও ।

এসময় সরকারি আদেশ অমান্য করে বাহিরে ঘোরাফেরা করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৮ ধারায় ৪ টি মামলায় ১ হাজার ২০০ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৬ এর ১ ধারা মোতাবেক একটি মামলায় ২০০ টাকা সহ সর্বমোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, বিজিবি, পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন