মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মে ও জুন মাসের মাথাপিছু ২০ কেজি করে চাউল জেলেদের মাঝে বিতরণের লক্ষ্যে ১২.৫০০ মেট্রিক টন চাউল বরাদ্ধ প্রদান করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ে হতে বরাদ্দকৃত ১২.৫০০ মেট্টিকটন খাদ্য শস্য রাঙামাটি জেলা ত্রাণ কার্যালয়ের অনুকুলে বরাদ্দ ছাড়ের পত্র পাওয়া গেছে। এখন উপজেলার নিবন্ধিত দরিদ্র জেলেদের মাঝে মে ও জুন মাসের জন্য পরিবার প্রতি ২০ কেজি করে বিতরণ করা হবে। চাল বিতরণ এর সময় বিশেষ মনিটিরিং নিশ্চিত করা হবে। চলতি বছরের ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তী ৩ মাস এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।