কাপ্তাইয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জেএসএস সদস্য আটক

purabi burmese market

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থানরত কাপ্তাই জোনের অধীনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী সদস্যদের বিশেষ অভিযানে চিনমুং মারমা (৩০) নামক জেএসএস(মুল) সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় সদস্য কে আটক করা হয়েছে।

আটককৃত যুবকের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, আটককৃত চিনমুই মারমা গতবছর জেএসএস সশস্ত্র দলে যোগদান করে। ২৯ এপ্রিল শুক্রবার সে তার পরিবারের সাথে দেখা করার জন্য রমতিয়া পাড়া এলাকায় আসলে, গোয়েন্দা সংস্থার তথ্যমতে সেনাবাহিনীর টহলদল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে ক্যাম্প কমান্ডারের সুত্রে জানা যায়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপার্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।