কাপ্তাইয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ ২ নারী আটক
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে কাপ্তাই হতে চট্টগ্রামে পাচারকালে দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদসহ ২ জন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, আপ্রুমা মারমা (প্রকাশ ক্রানু চিং মারমা) এবং চাইনুমা মারমা (২৬)। তারা কাউখালী উপজেলার বাসিন্দা।
আজ রবিবার (১৩ জুন) কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নির্দেশনায় এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কাপ্তাই থানার বিপরীতে বড়ইছড়ি বাস স্ট্যান্ড থেকে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করা হয়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।