কাপ্তাইয়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছাস
দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাইয়ে ৬৫ টি প্রাথমিক ও ১৮ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথমদিন নতুন বই বিতরণ করা হয়েছে। এইসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন।
এদিকে আজ রবিবার (১ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়েছে। এইদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষক রাজেস ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
এদিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।