কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই মধু পূর্নিমা উপলক্ষে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিতে সুখ শান্তি কামনায় বুদ্ধ মুর্তির সামনে প্রদীপ প্রজ্জলনসহ দেশ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

এছাড়া পুর্ন্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের মধুর পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধু মিশ্রিত পায়েস ও খাবার দান করেন এবং ভিক্ষুর কাছ থেকে পঞ্চ শীল গ্রহণ করেন। আগামীকালও কাপ্তাইয়ের বিভিন্ন বৌদ্ধ বিহারে মধু পুর্ণিমা উপলক্ষে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।