রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা যুবলীগের সভাপতি মো: নাছির উদ্দিন বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে ১৮ টি কেন্দ্রের মধ্যে মোট ১৭ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯০৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবয়েল প্রতিক নিয়ে সুব্রত বিকাশ তংচংগ্যা পেয়েছেন ৪৭৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৪৩০১ ভোটে এগিয়ে।
স্হগিত সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলের মোট ভোট ২০৪৪, ফলে ভাইস চেয়ারম্যান পদে ঐ কেন্দ্রের নির্বাচন এর আর প্রয়োজন নাই বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আস্রাফ আহমেদ রাসেল। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতিক নিয়ে উপজেলা মহিলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমেচিং মার্মা পেয়েছেন ৬৩২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৪৪৫৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ১৮৭৩ ভোটে এগিয়ে। কিন্ত স্বগিত সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলের মোট ভোট ২০৪৪ হওয়ায় এই কেন্দ্রে আবারোও পূননির্বাচন হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।