কাপ্তাই এর ৫টি ইউনিয়নের মাঝিদের মাঝে বাংলাদেশ বেতার হতে প্রাপ্ত রেডিও বিতরণ করছে ইউএনও তারিকুল আলমবাংলাদেশের শক্তিশালি গণমাধ্যম বাংলাদেশ বেতারের আবহাওয়ার সংবাদের মাধ্যমে উপকূলবর্তী মাছ ধরার নৌকার মাঝিরা আবহাওয়ার সংবাদ শুনে অথৈই সাগরে দলবেঁধে মাছ ধরতে যেতো। কৃষি পরিক্রমা শুনে প্রান্তিক ক্ষৃকরা খুবই উপকৃত হতো। তাছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপনামূলক গান স্বাধীনতাকামী মানুষদের অনুপ্রানিত করেছিল। কিন্ত বিভিন্ন স্যাটেলাইট এর আগমনে এখন এই মাধ্যম এ শ্রোতার সংখ্যা কিছুটা কমে গেলেও আবারোও বাংলাদেশ বেতারে এফএম রেডিও চালু এবং যুগোপযোগী নতুন নতুন অনুষ্ঠান তৈরী করে আবারোও শ্রোতামুখী করার চেষ্টা করছে।
আজ বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও তারিকুল আলমের উপস্থিতিতে কাপ্তাই এর ৫টি ইউনিয়নের মাঝিদের মাঝে বাংলাদেশ বেতার হতে প্রাপ্ত রেডিও বিতরণকালে উপস্থিত অতিথিরা এই অভিমত ব্যক্ত করেন। বিতরন অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম এবং ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জন মাঝির মাঝে ১০টি রেডিও সেট বিতরণ করা হয়।