কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার জিআর মামলার এক পলাতক আসামীকে আটক করেছে।

আটক আসামীকে আজ মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই ওমরা খান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই শিল্প এলাকা হতে জিআর মামলা নং-২৪৯/১৩ এর পলাতক আসামী মোঃ ইকবাল হোসেন কে আটক করা হয়। ধৃত আসামীকে মঙ্গলবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।