রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ৪নং কাপ্তাই ইউনিয়ন এর আফসারের টিলা এলাকা থেকে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঐ এলাকার নজরুল ইসলাম এর পুত্র।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আশরাফ ঊদ্দিনের নেতৃত্বে এএসআই মোঃ মামুনুর রসিদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ওইদিন রাতে কাপ্তাই হ্রদ সংলগ্ন আফসারের টিলা এলাকা থেকে বন মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আরিফকে গ্রেপ্তার করা হয়। আটক আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।