স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্য পান করে এলাকায় মাতলামি ও পিতার উপর হামলার ঘটনার কথা এলাকার জনসাধারণ থানায় জানালে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর ঘটনাস্থলে গিয়ে মো. সৈয়দ নামক ঐ মাদকাসক্তকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর থানায় আনা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, মাতলামি এবং মারামারি করার অপরাধে স্থানীয় মো. তারেকের পুত্র মো. সৈয়দকে (৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ এর ১০ (২) ধারা লংঘনের দায়ে একই আইনের ২২ (ঘ) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।