কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার আজ রবিবার (২ সেপ্টেম্বর) দুপর আড়াই টা হতে সাড়ে ৫ টা অবধি দুর্গা পুজার মহা সপ্তমীতে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির, শিলছড়ি পুজা মন্ডপ, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এইসময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু কিছু লোক পুজা আসলে পুজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে থাকে। আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য বিপুল ত্রিপুরা, দীপ্তিময় তালুকদার, ইলিপন চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিপ কান্তি দাশ, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক, রাঙামাটি জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক স্বপন মহাজন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।