কাপ্তাইয়ে পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদ’সহ আটক ১

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১৬ কেজি মদ তৈরীর উপকরণ(ওয়াশ) সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত কালু মিয়া (৫৫) রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের মুরাদনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন।

NewsDetails_03

গত রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন এর নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সঙ্গীয় পুলিশ ফোর্স ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপো এলাকার সড়ক হতে মদ এবং মদ তৈরীর উপকরণ সহ তাঁকে আটক করে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এসআই রাকিবুল হাসান বাদী হয়ে গত রবিবার রাতে কাপ্তাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আসামীকে আজ সোমবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন