লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাঙামাটির কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার ৩০ জুন সকালে চট্রগ্রাম সিভাসু হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই পুলিশ সদস্যসহ সর্বমোট ৫ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি।
আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ২ জন কাপ্তাই ফাঁড়ির কনস্টেবল, ১ জন কেপিএম ডিসিএল বাংলা পুলিশ ক্যাম্পের সদস্য এবং ২ জন উপজেলা সদর হাসপাতাল এলাকার বাসিন্দা। গত ২৩ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষন না থাকায় তারা ফাঁড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন আক্রান্ত বড়ইছড়ি হাসপাতাল এলাকার ২ ব্যক্তি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৭জন এবং সুস্থ হলেন ২১ জন।