কাপ্তাইয়ে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

purabi burmese market

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬ কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে পুনরায় দীপক কুমার ভট্টাচার্য সভাপতি এবং প্রিয়তোষ ধর পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এবং উত্তম মল্লিক অর্থ সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তীতে সাধারণ সভা ডেকে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি করবেন বলে সভায় জানানো হয়।

এর আগে বিগত কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে সাংগঠিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা চন্দ্রঘোনা কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, উপদেষ্টা ব্যাংকার বাবুল কান্তি দে, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, অজয় সেন ধনা ও সন্তোষ কুমার দাশ, বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, শিলছড়ি ইসকন মন্দিরের অধ্যক্ষ রুপেশ্বর প্রভু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উৎপল কুমার ভট্টাচার্য, চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি সুধীর ধর, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, কাপ্তাই শিলছড়ি সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কান্তি দাশ, পুজা উদযাপন কমিটির উপদেষ্টা অজিত মল্লিক, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিলন কান্তি দে, মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নিতাই পদ দে, ১ নং চন্দ্রঘোনা ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক।

সভায় বিগত সভার কার্য বিবরনী পাঠ করেন, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এবং বাৎসরিক হিসাব পেশ করেন, অর্থ সম্পাদক উত্তম মল্লিক।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।