কাপ্তাইয়ে পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট ধ্বংস
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর পুরাতন বাজার এলাকায় নিরাপদ খাদ্য পরিদর্শকের অভিযানে পোড়া তেল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ এবং জনসম্মুখে ধ্বংস করা হয়। সেইসাথে অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন মোতাবেক নোটিশ প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ এই অভিযান পরিচালনা করেন। সেইসময় তিনি স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে বিক্রেতাদের সচেতন করেন।