রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির ১১ জন শিল্পি পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা। আজ মঙ্গলবার (২৫ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান তাঁর দপ্তরে শিল্পীদের হাতে এই চেক তুলে দেন।
এসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ন সম্পাদক বিপুল বড়ুয়া ও মংসুপ্রু মারমা, সদস্য মাহাবুব হাসান বাবু, বাবলু বিশ্বাস অমিত সহ শিল্পকলা একাডেমির শিল্পীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, এইবছর কাপ্তাইয়ের ১১ জন শিল্পীর নামে ৫৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হলেও শিল্পকলা একাডেমির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ প্রায় ৪০ জন শিল্পীদের মাঝে প্রদান করা হয়।