কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করেন।

বুধবার( ২২ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এইসময় তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এই উদ্ভাবনী উদ্যোগ সমুহের সঠিক বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।

কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

কর্মশালায় রিপোর্টিয়ার হিসেবে ছিলেন সহকারী প্রোগ্রামার বিপুল চন্দ্র বণিক,ফ্যাসিলিটেটর হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাস।

কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয়, এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন