কাপ্তাইয়ে ফলদ বৃক্ষ মেলা শুরু

কাপ্তাইয়ে ফলদ বৃক্ষ মেলা
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই,দেশী ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে উপজীব্য করে আজ সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৭।
কাপ্তাই উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কর্ণফুলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মংসুই প্রু মার্মার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সামসুল আলম চৌধুরী। এর আগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এইবারের মেলায় সর্বমোট ১০ টি স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন