কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া

NewsDetails_01

কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপ্তাই এবং রাংগুনিয়া উপজেলার দুই স্টেশনের যৌথ উদ্যোগে স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে আজ রবিবার সকাল ১১ টায় চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালের চত্ত্বরে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী এবং স্থানীয় জনগন এই মহড়া প্রত্যক্ষ করেন। মহড়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে আগুন লাগলে প্রাথমিকভাবে নিভাতে হয় সেই বিষয়ে সচেতন করেন এবং কি কি উৎস হতে আগুন লাগতে পারে সেই বিষয়ে ধারনা প্রদান করেন।
এই সময় রাংগুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব অফিসার মো: সাখাওয়াত, লিডার আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার দিলিপ ঘোষ, সাংবাদিক ঝুলন দত্ত, ছাত্রনেতা ইকবাল হোসেন বাবলু, শহিদুল ইসলাম তারেক, রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক হিল্লোল বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন