রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার থেকে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্পকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টূর্নামেন্ট এর উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংচুইনছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। এসময় উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বির্দশন বড়ুয়া, কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, নির্বাহী সদস্য নুর নবী সফু সহ ক্রীড়া সংস্থার সদস্যরা, জনপ্রতিনিধি এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনি দিনে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ প্রথম খেলায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ২-০ গোলে ৪ নং কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে। প্রথম খেলার রেফারি ছিলেন কল্যান তংঙ্গগ্যা এবং সহকারী রেফারি ছিলেন বিজয় মার্মা ও সেতু মার্মা। একই মাঠে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় ৩ নং চিৎমরম ইউনিয়ন ৩-০ গোলে ২ নং রাইখালী ইউনিয়নকে পরাজিত করে। এই খেলার রেফারি ছিলেন মাহাবুব হাসান বাবু, সহকারী রেফারি কল্যান তংঙ্গগ্যা ও কাজী আসাদুর রহমান।