কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে নিহত ১

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার নৌ বাহিনী রোডে বন্যহাতির আক্রমনে প্রান হারালেন নাম পরিচয় বিহীন মানসিক ভারসাম্যহীন এক মহিলা।
কাপ্তাই থানা পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত অথবা আজ সকালের যে কোন এক সময় কাপ্তাই বন প্রশিক্ষন কেন্দ্রের পাশে এই মহিলা হাতির আক্রমনের স্বীকার হয়ে ঘটনাস্থলে প্রান হারান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বানীয়রা নিহত মহিলার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে নিহত মহিলাটি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। কাপ্তাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসেন।
এদিকে গত সোমবার ইফতারের আগে কাপ্তাই নৌ বাহিনী রোডে হাতির আক্রমন হতে অল্পের জন্য বেঁচে জান নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গী আলম সহ আরোও কয়েকজন পথচারি।

আরও পড়ুন