কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশ এর যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত দেড় টায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর কারিগর পাড়া সিদ্ধারঘোনা মারমা পাড়া এলাকা হতে অবৈধভাবে পাচারকালে মূল্যবান সেগুন কাঠ আটক করেছে। এসময় পাচারকালে ব্যবহৃত চাঁদের গাড়ী জব্দ করা হয়েছে।
বন বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযানে চাঁদের গাড়ি প্রায় ৩ লাখ টাকার সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করে।
রাইখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে সিদ্ধার ঘোনা মারমাপাড়া এলাকায় যৌথ অভিযান করে কাঠ জব্দ করা হয়। কাঠ গুলো বাঙ্গালহালিয়া বিটকাম চেক পোস্টে হস্তান্তর রাখা হয়েছে। এ বিষয়ে একটি বন মামলা করা হয়েছে।