আজ শুক্রবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবস ঘুড়ি প্রতিযোগিতার উদ্বোধনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই অভিমত ব্যক্ত করেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ঘুড়ি প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৩০জন ছাত্র ছাত্রী অংশ নেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং সদস্য মো: ইসমাইল ও কল্যান তংচংগ্যা উপস্থিত ছিলেন।