কাপ্তাইয়ে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও বনশ্রী পর্যটন কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে বনশ্রী কমপ্লেক্স সংলগ্ন কর্ণফুলী নদীতে উৎসব আনন্দে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও বনশ্রী কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

NewsDetails_03

কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আফরোজা আক্তার রেখা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলার মানবধিকার কর্মী নূর বেগম মিতা, রাঙামাটি আওয়ামী পেশাজীবি পরিষদের আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.আর লিমন।

নারী ও পুরুষের প্রায় ১০টি দলের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মনোরম পরিবেশে এই আয়োজন করায় বনশ্রী কমপ্লেক্সকে ধন্যবাদ দেন অতিথিরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

আরও পড়ুন