কাপ্তাইয়ে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

NewsDetails_01

কাপ্তাই ডিজিএফআই এর অধিনায়ক ওবায়দুর রহমান টুর্ণামেন্টের উদ্বোধন করেন, এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও কাপ্তাই তারিকুল আলম
রাঙামাটির কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ ১০ ডিসেম্বর হতে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে শুরু হয়েছে। উদ্বোধনি খেলায় প্রথম ম্যাচে কাপ্তাই নৌ বাহিনীর এম ই এস এর রবিউল জুটি ২-০ সেটে শিলছড়ি রয়েল ক্লাবের মনসুর জুটিকে, ২য় ম্যাচে কাপ্তাই শহীদ তিবরিজি স্মৃতি সংসদের রাজু জুটি ২-১ সেটে চন্দ্রঘোনা তরুন সংঘের জাহিদুল জুটিকে পরাজিত করে। সবশেষে ব্যাডমিন্টন এককে চন্দ্রঘোনা তরুন সংঘের সোহেল ২-০ সেটে কাপ্তাই শহীদ তিবরিজি স্মৃতি সংঘের মুন্নাকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উর্ত্তীন হন।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্ট উদ্বোধন করেন কাপ্তাই ডিজিএফআই এর অধিনায়ক ওবায়দুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সদস্য মো: ইসমাইলের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব।
খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু। উদ্বোধনি খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যরা এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আহবায়ক মাহাবুব হাসান বাবু জানান এই টুর্ণামেন্টে দ্বৈত জুটিতে ১৮ টি টিম এবং এককে ৮টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনি খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব চুয়েটের ডেপুটি চীফ শারিরীক শিক্ষা কর্মকর্তা নির্মল বড়ুয়া।

আরও পড়ুন