কাপ্তাইয়ে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন পার্বত্য সচিব

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সফর করেন। সফরকালে তিনি ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ছোট পাগলী পাড়ায় পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্প পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন। এসময় গ্রামবাসী সুপেয় পানীয় জলের সমস্যার কথা বললে তিনি তা সমস্যার আশ্বাস দেন।

NewsDetails_03

পরে সচিব উপজেলা সদর বড়ইছড়ি পাড়ায় বাংলাদেশ মারমা কাউন্সিল ছাত্রাবাসের সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুনুর রশিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সচিব মহোদয়ের একান্ত সচিব নুসরাত জাহান, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী’সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।।

আরও পড়ুন