কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কর্ণফুলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এই এইস এম বেলাল চৌধুরী, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য এ কে এম হারিস, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবাইয়াৎ আক্তার, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া,কাপ্তাই বি এন স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম, মানবাধিকার কমিশনেরসহ সভাপতি টি এস তালুকদার প্রমুখ।