কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জাকির হোসেন সমিলস্থ মুরগীর টিলায় বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী শিশু আরোহি ছিদ্দিকা ইসপার বয়স সাড়ে তিন বছর। পরিবারের তিন বোনের মধ্যে সেই সবচেয়ে ছোট বলে জানা যায়।

NewsDetails_03

তাঁর পিতা মোঃ ছিদ্দিক এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি জানান, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করার সময় বিষাক্ত পোকা হাতে কামড় দেয়। বিষাক্ত পোকার যন্ত্রনা শিশু সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। পাশে থাকা একজন পোকাটি হাত হতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে শিশুটিকে কাপ্তাই নতুনবাজার ডাক্তারের নিকট নেয়া হলেও এর আগে তাঁর মৃত্যু হয় বলে জানান পল্লী চিকিৎসক সুমন দত্ত।

এদিকে আজ শনিবার বিকাল ৪ টায় নিহত শিশুর জানাজা শেষে কাপ্তাই বাঁশ কেন্দ্র কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন