কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের দাফন সম্পন্ন

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১১জানুয়ারি) সকাল ১০টায় প্রথমে বীর এই মুক্তিযোদ্ধাকে ৪নং কাপ্তাই ইউনিয়ন কার্যালয় সামনে সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন কাপ্তাই থানা পুলিশের সদস্যরা ।

এইসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সকাল ১১টায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

জানা যায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুুুইছাইন চৌধুরী, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তাঁর দ্বিতীয় নামাজের জানাযা শেষে কাপ্তাই বাঁশ কেন্দ্রে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।

রবিবার(১০ জানুয়ারী) রাত ১০.৩০ মিনিটে তিনি কাপ্তাইয়ের ওয়াপদা কলোনির নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা । তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও নানা রোগে ভুগছিলেন।

আরও পড়ুন