অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গত শুক্রবার নির্বাচন অফিস হতে প্রদত্ত এক পত্রে এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গতঃ বন মামলায় নিন্ম আদালতে সাজা প্রাপ্ত হওয়ায় কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনকে স্থানীয় সরকার মন্ত্রনালয় গতবছর বরখাস্ত করেন। যার প্রেক্ষিতে দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর নির্বাচন কমিশন গত ১১ নভেম্বর এই উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন। গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
বরখাস্ত হওয়ার পর বহিস্কৃত ভাইস চেয়ারম্যান মো উচ্চ আদালতে আপিল করলে তাঁকে পূর্নবহালের নির্দেশ দেন হাইকোর্ট।