কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,মামলা ১৫

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ টি মামলায় ৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টা হতে ৫ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাই সড়কের রেশমবাগান পুলিশ চেকপোস্ট এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

এইসময় সড়কে হেলমেট বিহীন, ফিটনেসবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোটরসাইকেল, হালকা যানবাহন এবং পিকনিকগামী ১৫ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

প্রসঙ্গতঃ গত কয়েক দিনে এই উপজেলায় বিশেষ করে মোটরসাইকেলেই কয়েকটা সড়ক দূর্ঘটনা সংঘটিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে বলে ইউএনও মুনতাসির জাহান জানান।

আরও পড়ুন