কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৯ টি মামলায় ২৪শ টাকা জরিমানা

রাঙামাটি কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

এইসময় করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে রাস্তায় সিএনজি ও মোটর সাইকেল চালানোর অপরাধে ও স্বাস্থ্যবিধি না মানার কারনে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় ২টি মামলায় ৯০০ টাকা,দন্ডবিধি ২৮৮ ধারায় ৫টি মামলায় ১০০০ টাকা এবং দণ্ডবিধি ২৬৯ ধারায় ২ টি মামলায় ৫০০ টাকা সহ মোট ৯ টি মামলায় ২৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃসিরাজুল ইসলাম ও এস আই মোঃ রাকিব হোসেন সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন