কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ মামলা

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই নতুন বাজার এবং জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার (২৬ জুন) বিকেল ৩.৩০ মিনিট হতে ৫.৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

এসময় তিনি বাজারে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা, সরকারি আদেশ অমান্য করে কাপ্তাইয়ে প্রবেশ করায় ৯ পর্যটককে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ৯টি মামলায় ১৮শ টাকা জরিমানা এবং সড়ক পরিবহন আইনে ৭টি মামলায় ৩ হাজার ৪শত টাকাসহ সর্বমোট ১৭টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। এইছাড়া তিনি পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং থানা পুলিশ এর সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন