কঠোর লকডাউন এর ৫ম দিনে কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ টি মামলায় ৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (৫ জুলাই) সকাল ১০ টা হতে দুপুর ১.৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর, নতুনবাজার এবং কাপ্তাই প্রজেক্ট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এইসময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ টি মামলায় ৩৬শ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ২টি মামলায় ২ হাজার টাকা, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২টি মামলায় ১ হাজার টাকা এবং সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ৩টি মামলায় ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার এর সদস্য এবং ইউএনও অফিস এর অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।