কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালত ১৩ টি মামলা

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে ১৩টি মামলায় ৫ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টা হতে ৬ টা পর্যন্ত কাপ্তাইয়ের রেশন বাগান পুলিশ চেকপোস্ট এবং বারঘোনিয়া এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

রেশম বাগান চেক পোষ্টের পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে এইসময় সহায়তা করেন।

আরও পড়ুন