রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ১২ টি মামলায় ৫ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ রবিবার বেলা ২ টা হতে ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর, বারঘোনিয়া এবং রেশম বাগান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

রবিবার বেলা ৩১ অক্টোবর বেলা ২ টা হতে ৪ টা পর্যন্ত ১৩৩০-১৬০০ ঘটিকা পর্যন্ত কাপ্তাই উপজেলারধীন বড়ইছড়ি, বারগুনিয়া ও রেশমবাগানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, স্যানিটারী পরিদর্শক মোঃ ইলিয়াস ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।