রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৪টি মামলায় ১৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা হতে ২ টা ৩০ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি, বারঘোনিয়া গেইট এবং রেশম বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এইসময় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং পুলিশ ও আনসার সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।